ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন নাজমুল করিম (৩৫) ও হিমেল (২৮)। নাজমুল বিকাশ ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার পদে কর্মরত ছিলেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নাজমুল করিম ও হিমেল সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোডে যাওয়ার পথে ঘাটুরা নামক এলাকায় একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে নিহত হন এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আশুগঞ্জে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিকাশের পরিবেশক মেসার্স খান সন্সের চেয়ারম্যান মাইনুদ্দিন খান পাশা জানান, তারা দু’জন সুহিলপুর ও খাঁটিহাতা মোড় এলাকায় দায়িত্ব পালনের উদ্দেশে বের হয়েছিলেন। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থা ঢাকা নেয়ার পথে মারা যান।
সম্পাদক : মো: সাইফুল ইসলাম, মোবাইল : ০১৯১৫২০১৩৯৫ ০১৬০১২০১৩৯৫, ই-মেইল : 𝐭𝐚𝐭𝐢𝐡𝐚𝐭𝐢𝐛𝐚𝐫𝐭𝐚@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত