আজ বিকালে শ্রীবরদী পৌরশহরের সাবেক ওয়ার্ল্ড ভিশন অফিস সংলগ্ন মাঠে ইফতারী বর্জ্য পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্রকল্যাণ সংসদ (ছাকস)। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পলিথিন ও প্লাস্টিক এমন একটি ক্ষতিকর পদার্থ যা সহজেই পচেনা, গলেনা কিংবা ক্ষয় হয়না। একটি প্লাস্টিক বা পলিথিন একশত বছরেও পঁচেনা বা নষ্ট হয়না।’’
তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিন প্লাস্টিক ও পলিথিন জাতীয় পদার্থ মাটিতে পরে থাকলে মাটির উর্বরতা শক্তি কমে যায়। ফলে ফসলের উৎপাদন কমতে থাকে। তাই আমাদের সচেতন হওয়া জরুরী। প্রকৃতিকে যদি আমরা রক্ষা না করি তাহলে প্রকৃতি একদিন ঠিকই আমাদের ওপর প্রতিশোধ নিবে। তাই আসুন সকলেই সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় যতœশীল হই। আমাদের সচেতনতাই আমাদের প্রকৃতিকে করবে আরও রঙিন আরও সজীব।
উল্লেখ্য যে, একটি রাজনৈতিক দলের ইফতার পার্টির আয়োজন ছিলো এ মাঠে। ইফতারী শেষে বর্জ্য অপসারণ না করেই যে যার মতো চলে যাওয়ায় মাঠটি প্লাস্টিক প্লেট, গøাস ও টিস্যুতে ভরে যায়।
এ পরিচ্ছন্ন কার্যক্রমে সহযোগিতা করেছে আলআমিন, তানেল, নাহিদ, জিহান, ফরহাদ, মিজান, সুন্দরআলী, তানভীর, স্বাধীন, রাব্বিসহ আরও অনেকে।
প্রতিটি অনুষ্ঠানের পর ময়লা আর্বজনা / বর্জ্য নিজ দায়িত্বে পরিস্কার করবো- এ হোক আমাদের অঙ্গীকার।