লেখকঃ ইঞ্জি: এম এম মোনাদিল
প্রযুক্তির এই যুগে তথ্যের দ্রুত গতির সাথে তাল মেলাতে স্থানীয় খবরের প্রতি আমাদের চাহিদাও বেড়েছে বহুগুণ। সেই চাহিদা মেটাতে আজ থেকে পাঁচ বছর আগে আত্মপ্রকাশ করে "আমাদের শ্রীবরদী" নামের একটি ফেসবুক পেজ, যা আজ শ্রীবরদী বাসীর হৃদয়ে গেঁথে গেছে ভালোবাসার এক অনন্য নাম হয়ে।
পেশাদার সাংবাদিক না হয়েও, তরুণ শিক্ষার্থী সুকুর সুমনের হাত ধরে এই উদ্যোগের সূচনা। অদম্য ইচ্ছাশক্তি আর নিজের মাটির প্রতি নিখাদ ভালোবাসা থেকেই সুমন আজকের "আমাদের শ্রীবরদী" পেজের জন্ম দিয়েছেন। দিন দিন পেজটি শুধু জনপ্রিয়তাই পায়নি, বরং আমাদের প্রিয় শ্রীবরদীর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
নিজ এলাকার প্রতিটি টাটকা খবর, মানুষের দুঃখ-সুখের গল্প, উৎসবের রঙ কিংবা সমস্যা-সমাধানের উদ্যোগ—সবকিছুই আমরা সহজেই পেয়ে যাই এই পেজের মাধ্যমে। আর এ সবকিছুর পেছনে সুকুর সুমনের নিরলস পরিশ্রম আর ভালোবাসাই মূল শক্তি। কোনো রকম আর্থিক সুবিধা ছাড়াই, নিছক দায়িত্ববোধ আর ভালোবাসা থেকে এতো বছর ধরে এই সেবা দিয়ে আসা সত্যিই অনুপ্রেরণার।
৫ বছর পূর্তিতে "তাতীহাটি বার্তার" পক্ষ থেকে "আমাদের শ্রীবরদী" পেজের এই যাত্রাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি তরুণ উদ্যোগী সুকুর সুমনকে জানাই উষ্ণ ধন্যবাদ, যিনি আমাদের গ্রামকে বিশ্বদরবারে তুলে ধরার এক অনন্য ব্রত নিয়েছেন।
"আমাদের শ্রীবরদী" এগিয়ে যাক আরও অনেক দূর, ছড়িয়ে পড়ুক আরও বেশি মানুষের মনে। শুভকামনা রইলো ভবিষ্যতের জন্য।
সম্পাদক : মো: সাইফুল ইসলাম, মোবাইল : ০১৯১৫২০১৩৯৫ ০১৬০১২০১৩৯৫, ই-মেইল : 𝐭𝐚𝐭𝐢𝐡𝐚𝐭𝐢𝐛𝐚𝐫𝐭𝐚@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত