1. tatihatibarta@gmail.com : তাতীহাটি বার্তা : তাতীহাটি বার্তা
  2. info@www.tatihatibarta.online : তাতীহাটি বার্তা :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

এসএসসি 2025 ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

শেরপুর জেলাধীন শ্রীবরদী উপজেলার তাতীহাটিতে অবস্থিত লাইট ওয়ে একাডেমি’র এসএসসি 2025 ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে আজ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিনিয়র শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হামিদুর রহমানের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সকাল এগারো টায় এ অনুষ্ঠান শুরু হয়।

এরপর আমন্ত্রিত অতিথি ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
বিদ্যালয়ের নির্বাহী পরিচালক তার স্বাগত বক্তব্যে বলেন, ‘‘প্রতিটি বিদায় বেদনাদায়ক হলেও, তোমাদের এ বিদায় তোমাদের আগামী বির্নিমাণের বিদায়। তোমরা সফল মানুুষে পরিণত হয়ে নিজের পরিবার, প্রতিবশি, সমাজ এবং রাষ্ট্রের সেবা করবে এ প্রত্যাশা আমাদের। ধনাঢ্য মানুষ না হতে পারলেও একজন মানবিক মানুষ যেনো হতে পারো – সে প্রচেষ্টা অব্যাহত রাখবে’’।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রুবিনা নাসরিন হাসি প্রমুখ।

অত:পর বিদায়ী শিক্ষার্থীবৃন্দের মাঝে পরীক্ষায় ব্যবহার্য্য উপকরণ, স্মারক উপহার বিতরণ করা হয়।

সবশেষে বিদায়ী শিক্ষার্থী ও সকলের উদ্দেশ্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ হামিদুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট